বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সমুদ্র সৈকত নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা রাজ্যের নজর এখন এখানেই।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ১১৬বি জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দিঘার অতিথি নিবাসে।তার আগে মন্দিরে যান তিনি।কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছবেন জগন্নাথ মন্দিরে এমনটাই খবর।
বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। গোটা রাজ্যের নজর এখন এখানেই। ইতিমধ্যেই প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেছেন মহিলারা। জানা গিয়েছে, ২৫ এপ্রিল থেকে সকাল-সন্ধ্যা পুজোপাঠ হোমযজ্ঞ শুরু হয়েছে। টানা চলবে উদ্বোধন পর্যন্ত।
মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুন্টাল আম ও বেল কাঠ আনা হয়েছে। পুরী থেকে জগন্নাথের ৫৭ জন সেবক এবং ইস্কনের ১৭ জন সাধু থাকছেন। প্রতিদিন তিনবেলা ভোগ নিবেদন করা হচ্ছে । মঙ্গলে রাজভোগ, গজা, পেঁড়া, সন্দেশ-সহ একাধিক মিষ্টান্ন সহযোগে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছেন ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *