মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর: চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করল বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান বিজেপির কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলা বিজেপির নেতৃত্বরা। পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি চুরি হয়েছে, যারা করেছেন মন্ত্রিত্ব থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের পদত্যাগ দাবি করেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি হিন্দুদের উপর যে আক্রমণ নেমে এসেছে তারও প্রতিবাদ জানায় বিজেপি। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, সাপ ও বিড়াল ভয় পেলে যেভাবে ফস ফস করে, এখন এরাও তা করছে। দুর্নীতির পাপে বর্তমান রাজ্য সরকার ডুবে গেছে, তাই জগন্নাথ মন্দির নিয়ে এত মাতামাতি করছেন। ১ লা বৈশাখের আগে মেদিনীপুরেও দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল, কিন্তু মেদিনীপুরের মানুষ তা প্রতিরোধ করেছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলায় যা কিছু হয় সবই ভোটকে কেন্দ্র করে। উনি যতই মন্দির করুন না কেন ভোট পাবেন না। আর মন্দিরে তো সবাই যাবে। তিনি আরো বলেন রাজ্যে যেভাবে, আইনজীবীদের উপর আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *