নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ এপ্রিল : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর আদলে দীঘার সমুদ্র সৈকতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরে। অক্ষয় তৃতীয়ার সকালে সেই উপলক্ষে মালদা ইসকন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য ভক্তরা।
মঙ্গলবার ছিল মহাযজ্ঞ, বুধবার দীঘার সমুদ্র সৈকতে প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ দেবের। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষ যাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার ছবি লাইভ দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়।
দীঘার জগন্নাথ মন্দিরে পুজোপাটের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। পশ্চিমবঙ্গের দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ও ইসকন ভক্তরা।
ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে সাধারণ মানুষ যাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার ছবি লাইভ দেখতে পান তার জন্য শহরের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়।

Leave a Reply