দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভার বিধায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক কুমার লাহিড়ী মহাশয়ের এক অনন্য মানবিক উদ্যোগ “আপনার পাশে অশোক” আজ অনুষ্ঠিত হলো হিলি ব্লকের পান্জুল অঞ্চলের নফর-ফতেপুর এলাকায়। এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষও খুব সহজেই নিজের এলাকায় বিভিন্ন শংসাপত্র সংক্রান্ত পরিষেবা খুব সহজেই পাচ্ছেন। এছাড়াও তাদের বিভিন্ন প্রয়োজনের কথা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে তাদের চিন্তাভাবনা ইতিমধ্যে সম্পাদিত হওয়া কাজের জন্য বিধায়ককে তারা ধন্যবাদও জানান। প্রত্যন্ত এলাকা থেকে বালুরঘাটে এসে শংসাপত্র গ্রহণ করার পরিবর্তে বিধায়ক নিজেই পৌঁছে গিয়েছেন তাদের এলাকাতে।
ড: অশোক কুমার লাহিড়ী মহাশয়ের এক অনন্য মানবিক উদ্যোগ “আপনার পাশে অশোক”।

Leave a Reply