নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আজ দীঘায় জগন্নাথ ধাম মন্দিরে ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে। মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে একাধিক কর্মসূচি রাখা হয়েছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় এলইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সরাসরি দেখানো হচ্ছে।
বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এই উপলক্ষে বালুরঘাট থানা মোড়ে জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই দিঘার মন্দিরের পূজা পাট দেখানো হচ্ছে। দুপুরে মুখ্যমন্ত্রী উদ্বোধনের দৃশ্যও দেখানো হবে জায়েন্ট স্ক্রিনে। বিতরণ করা হবে খিচুড়ি প্রসাদ। রাজ্যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করায় বালুরঘাট শহর তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল।
Leave a Reply