শুভদিনে ২০২৫ এর দূর্গা উৎসবের খুঁটি পূজা সম্পন্ন হল কল্যাণী রথতলায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা জানালেন, তাদের এ বছরের পূজো 62 তম বর্ষে পদার্পণ করল এবং তাদের এবছরের ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ মন্দির।

উপস্থিত ছিলেন :- কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি :- বিপ্লব দে , এবং কল্যাণী থানার আইসি:- দেবাশীষ পান্ডা সহ কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *