সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ইন্দাসে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘায় যখন নবনির্মিত জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছে, ঠিক তখনই দলীয় নির্দেশে রোল অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নূর আলির নেতৃত্বে ওই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ পূজাপাঠ ও হরিনাম সংকীর্তন স্থানীয় বকুল তলা রাধারাণী মন্দিরে। বুধবার ইন্দাসের রোল অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে হরিনাম সংকীর্তণে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও অসংখ্য সাধারণ মানুষ। একই সঙ্গে প্রায় দু’হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা তাঁরা করেছেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন। ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *