দেবজ্যোতির তৈরি জগন্নাথ দেব ইতিমধ্যেই শহরজুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্য ও বিস্ময়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দীঘায় যখন মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের উদ্বোধন করেন ঠিক সেই সময় সেই দিন দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের এলাকার এক ছেলে দেবজ্যোতি মহড়া সোলার সুসজ্জিত জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে আলোরন সৃষ্টি করেছে দেবজ্যোতি মহড়া।
বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির নিদর্শন রেখেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই উদ্যোগকে প্রশংসা জানাতে পাশাপাশি শ্রদ্ধা জানাতে এক জগন্নাথ দেব তৈরি দেবজ্যোতির। অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়। দীঘা সমুদ্রতটে নবনির্মিত ‘জগন্নাথ ধাম’-এর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহোৎসবকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ধর্মীয় আবেগ ও বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।
এই ঐতিহাসিক দিনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও হয়ে উঠলো শিল্পকলার এক বিশেষ সাক্ষী। জেলার খ্যাতনামা গহনা শিল্পী দেবজ্যোতি মহড়া নিজের হাতেই রাত জেগে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সোলা ও সুতো দিয়ে তৈরি করেছেন এক অনবদ্য জগন্নাথ মূর্তি। মুখ্যমন্ত্রীর এই মহতী উদ্যোগকে শ্রদ্ধা ও প্রশংসা জানাতে এই শিল্পসৃষ্টি তাঁর এক নিঃশব্দ নিবেদন।
দেবজ্যোতির তৈরি এই জগন্নাথ দেব ইতিমধ্যেই শহরজুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্য ও বিস্ময়। তাঁর পূর্বে তৈরি গহনাগুলির অনেকগুলিই বিদেশে রপ্তানি হয়েছে, আর এবার বাংলার সংস্কৃতির এই গর্বের মুহূর্তে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন বাংলার ঐতিহ্য রক্ষায়।
দেবজ্যোতি জানিয়েছেন, “এটি আমার জীবনের অন্যতম গর্বের কাজ। খুব ভালো লাগছে আজ , এমন পবিত্র দিনে আমি এমন এক ছোট কাজ করলাম যা আমার ইচ্ছে ছিল ভালো লাগছে।আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের জন্য এক নতুন উপহার দিলেন আজ তৈরি করলেন আর জগন্নাথ দেবের মন্দির।” জগন্নাথ ধাম ও এই সোলা-শিল্প একত্রে তুলে ধরেছে বাংলার শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয়।

বাইট: দেবজ্যোতি মোহরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *