প্রায় তিন শতাধিক গোপাল একসঙ্গে মিলিত হয়েছিলেন আনন্দ অনুষ্ঠানে, গোপালদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোগ।।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা ১ মে: কার্তিক পালের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেল। আজ তাঁর উদ্যোগে আয়োজিত হলো এক অভূতপূর্ব গোপালের পিকনিক। প্রায় তিন শতাধিক গোপাল একসঙ্গে মিলিত হয়েছিলেন এই আনন্দ অনুষ্ঠানে।
এলাকার গোপাল ভক্ত মানুষেরা তাঁদের প্রিয় ঠাকুরকে নিয়ে হাজির হয়েছিলেন কার্তিক পালের বাড়িতে। সেখানে গোপালদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোগ।
গোপালদের এই সম্মিলিত ভোজন উৎসবকে ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুধু ভক্তরাই নন, এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই খুশি কার্তিক পালের পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারাও। এতগুলি গোপালের একসাথে উপস্থিতি এবং তাদের জন্য এমন সুন্দর আয়োজন সত্যিই এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।
কার্তিক পালের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। গোপালদের প্রতি তাঁর গভীর ভক্তি এবং ভালোবাসারই প্রতিফলন এই পিকনিক। এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় তিনি সকলের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছেন। এই মিলনমেলা আগামী দিনেও অনুষ্ঠিত হবে, এমনটাই আশা করছেন এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *