দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা।এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। ইতিমধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম,বরফ,ঘন ঘন ঠান্ডা জল পান করছেন। আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছে। আর এতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে। গরমের তীব্রতায় অতিষ্ঠ মানুষ ঠান্ডা ও মিষ্টি আখের রসের গ্লাসে চুমুক দিয়ে শান্তি খুঁজে নিচ্ছেন। ফলে এই মরসুমে আখের রসের চাহিদা আকাশ ছুঁয়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও রাস্তার পাশে সারি সারি অসংখ্য আখের রসের দোকান বসেছে।এই মরসুমে লাভের মুখ দেখতে বহু মানুষ অন্য পেশা ছেড়ে আখের রসের ব্যবসায় নেমেছেন।
Leave a Reply