নিজস্ব সংবাদদাতা, মালদা:— আজকে ছিল হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এর ফলাফল।। রাজ্যে হাই মাদ্রাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বাহাদুরপুর এলাকার এক সাধারন ঘরের ফেরিওয়ালার মেয়ে আলিপুর খাতুন।। তার প্রাপ্ত নাম্বার ৭৭২ । ২০২৪ ২৫ শিক্ষা বর্ষের মোহাম্মদীয়া হাই মাদ্রাসার ছাত্রী আলিপুর খাতুন।।
তার এই রেজাল্টে স্কুল তথা এলাকার সকলের মধ্যে আনন্দের ছড়াছড়ি।।।
আলিপনুর খাতুন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল।।
পড়াশোনার পাশাপাশি তার সেরকম অন্য কোন বিষয়ে আগ্রহী ছিল না। তার প্রিয় বিষয় ছিল ইতিহাস।।
তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সেই বড় হয়ে ডক্টর হবে। তবে আজকের এই মাধ্যমিকের ফলাফল তাকে আগামী দিনে ডক্টর হতে অনেকটা উৎসাহিত করবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবার ।।
Leave a Reply