দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুকে বুনিয়াদপুর পৌরসভা ধীরে ধীরে নিজের পরিচিতি বৃদ্ধি করছে। পৌর শহরকে সুন্দরভাবে সাজাতে রাজ্য সরকারের অর্থায়নে গ্রীন করিডোর ও সৌন্দর্যায়ন কাজের শুভ সূচনা হল বুধবার। এদিন বুনিয়াদপুর পীরতলায় নারিকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন পৌর প্রশাসক সহ আধিকারিকগণ।
পৌরসভা সূত্রে খবর, রাজ্য সরকারের প্রায় এক কোটি 50 লাখ অর্থে এই কাজ হতে চলেছে। বুনিয়াদপুর পীরতলা থেকে কাস্টম অফিস ৫১২ নং জাতীয় সড়ক এবং বুনিয়াদপুর পৌর শহরের নারায়ণপুর পর্যন্ত এই কাজ হবে।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ড, তৃণমূল টাউন প্রেসিডেন্ট বিপ্লব মহন্ত, পৌরসভার আধিকারিক সহ পৌর নাগরিকগণ।
Leave a Reply