নিজস্ব সংবাদদাতা, মালদা—হারিয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার প্রয়াস শুরু করেছে মালদা জেলা পুলিশ। যার নাম দিয়েছে প্রত্যর্পণ। এই প্রত্যর্পণ কর্মসূচির অধীনেই গত চারমাসে হারিয়ে যাওয়া তিনশোর অধিক মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করল বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩১০টি মোবাইল। শনিবার সেই সমস্ত মোবাইল প্রত্যর্পণ কর্মসূচির অধীনে প্রকৃত দাবীদারদের হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান, গত চারমাসে মালদা জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল হারিয়ে যাওয়া ৩১০টি মোবাইল উদ্ধার করেছে। যারমধ্যে ইংরেজবাজার থানা প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বামনগোলা থানা এবং তৃতীয় স্থানে আছে পুখুরিয়া থানার পুলিশ। সব মিলিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে ৩১০টি মোবাইল। যা শনিবার আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন প্রকৃত দাবীদারদের হাতে।
হারিয়া যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার প্রয়াস শুরু করেছে মালদা জেলা পুলিশ।।।

Leave a Reply