বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর বাঁধের ধারের জঙ্গলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। রবিবার সন্ধ্যায় শহরের উত্তর চকভবানী এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা সরু থাকায় ইঞ্জিন ছাড়াই পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা এবং পুলিশকর্মীরা। বালতি করে জল এনে আগুন নেভান পুলিশ ও দমকলকর্মীরা। আত্রেয়ী বাঁধের পাশে এই আগুন লাগার ঘটনা যথা সময়ে স্থানীয়রা আগুন দেখতে পায় যার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তা না হলে জনঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বড় ধরনের বিপদ ঘটতো। স্থানীয়দের অভিযোগ, এই বাঁধের রাস্তায় সন্ধ্যা হতেই বহিরাগত নেশাখোরদের সমাগম বাড়ে, যারা এই এলাকার কেউ নয়। সেখান থেকেই এই অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা।
বাইট – নারায়ণ নন্দী, স্থানীয় বাসিন্দা।
বাইট – পরেশ চ্যাটার্জি, স্থানীয় বাসিন্দা।
Leave a Reply