আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কৃষকের জমির বেড়ার জালে আটকে গেল বিশালাকার পাইথন। রবিবার সকাল 11:30 নাগাদ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন উমাচরণপুরে ভুট্টার জমি এবং সুপারি বাগানের মাঝে লাগানো নেটে আটকে যায় বিশালাকার পাইথন। এলাকার বাসিন্দারা পাইথনটিকে নেটের মধ্যে আটকে থেকে দেখতে পেয়ে দ্রুত বনদপ্তরে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে জলদাপাড়া বনদপ্তরের কর্মীরা। পাইথনটিকে জাল থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। হলং বিটের বিট অফিসার আরিফ মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সেটিকে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
কৃষকের জমির বেড়ার জালে আটকে গেল বিশালাকার পাইথন।

Leave a Reply