নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটার ব্লকের জটেশ্বর সাহা পাড়া এলাকায় অনুষ্ঠিত হল চড়ক পুজো ও মেলা। এদিন সন্ধ্যা থেকে শুরু হয় পুজো সহ মেলা। এদিন জটেশ্বর ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ওই চড়ক পুজো ও মেলা দেখতে আসেন। এদিন বিভিন্ন ধরনের খেলা এই চড়ক পুজো কে কেন্দ্রে করে দেখানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, জটেশ্বর সাহা পাড়াতে এই মেলা হচ্ছে তাতে আমার খুবই খুশি। তাতে নতুন প্রজন্মরাও এই চড়ক পুজোকে উপভোগ করে করে। উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।”
রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটার ব্লকের জটেশ্বর সাহা পাড়া এলাকায় অনুষ্ঠিত হল চড়ক পুজো ও মেলা।

Leave a Reply