পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মেমারি থানার অন্তর্গত চোট খন্ড ঝাপান তলায় জি টি রোডের ওপর ছোট হাতি ও লরির মুখোমুখি সংঘর্ষ হয় ,সংঘর্ষেরে জেরে দুমড়ে মুচরে যায় ছোট হাতিটি, ছোট হাতির ভেতরে ড্রাইভার ও খালাসী আটকে পড়ে, এলাকার মানুষ ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগায়, গাড়ি থেকে ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং খালাসী ঘটনার স্থলে প্রাণ হারিয়েছে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষ, এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়,সৃষ্টি হয় যানজটেরও,
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ, ঘটনাস্থল থেকে আহত ড্রাইভার এবং মৃত খালাসীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং সংঘর্ষ হওয়া গাড়ি দুটিকে ঘটনা স্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর যানজট স্বাভাবিক হয়।
ছোট হাতি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত এক আহত এক জন।

Leave a Reply