তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্মশান রোড এলাকায়। স্থানীয় বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী তাপস দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিস।গৃহকর্তৃ রীতা দাস বলেন,দুপুরে কোচবিহারে গিয়েছিলাম।রাতে ফিরে দেখি দরজার তালা ভাঙ্গা রয়েছে । ঘরের ভেতর ঢুকতেই দেখি আলমারির তালা ভাঙ্গা। সমস্ত কিছু এলোমেলো হয়ে নীচে পড়ে রয়েছে।নগদ ৭০ হাজার টাকা এবং কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিস জানিয়েছে, সন্দেহজনক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
তুফানগঞ্জ থানার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শ্মশান রোড এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply