ফলাফল প্রকাশ হতেই মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌসুমী কে শুভেচ্ছা জানাতে ভিড় জমতে শুরু করে।

দার্জিলিং, নিজস্ব সংবাদদাতা:- ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার এবং রাজ্যে দশম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বিধান নগর এলাকার এক ভাঙ্গা battry বিক্রেতার মেয়ে মৌসুমী পাল । তাঁর প্রাপ্ত নম্বর ৫০০ -এর মধ্যে ৪৮৮ । বিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন প্রিয়াখি সরকার। তার প্রাপ্ত নং ৪৮১
এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সমাজ সেবকেরা । মৌসুমীর এই অসাধারণ কৃত্বেতের জন্য তার উচ্চ শিক্ষার জন্য পাশে থাকার আশ্বাস দেন প্রধান শিক্ষক সামসুল আলম, সমাজ সেবক কাজল ঘোষ । ফলাফল প্রকাশ হতেই মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌসুমী কে শুভেচ্ছা জানাতে ভিড় জমতে শুরু করে। শুভেচ্ছা এর পাশাপাশি মৌসুমীকে মিষ্টি মুখ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, সমাজ সেবক কাজল ঘোষ ও তনয় তরফদার , মুক্তার আলম সহ আরো অনেকেই। অন্যদিকে মৌসুমী পাল ও স্কুল কর্তৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন DI রাজীব প্রামাণিক। পাশাপাশি মৌসুমী পাল কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির DI রাজীব প্রামাণিকের হাতে উত্তরা ও শুভেচ্ছা লেটার পাঠিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *