নিজস্ব সংবাদদাতা, মালদা—-পাহেলগাঁও জঙ্গী হামলার জেরে মঙ্গলবার গভীর রাতে পাক ও অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাক ও অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের স্থল, নৌ ও বায়ু সেনার যৌথ অপারেশন। এরমধ্যেই যুদ্ধ আবহে আজই কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশ জুরে হতে চলেছে অসামরিক যুদ্ধ মহড়া। বুধবার সাত সকালে এমনই যুদ্ধ মহড়ার ছবি নজরে এল পুরাতন মালদার এক বেসরকারি বিদ্যালয়ে। সেখানে বিপ্লব ঝা নামে এক প্রাক্তন সেনা জওয়ান বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতির পাঠ দেন। এই পাঠদানে সাহায্য-সহযোগিতা করেন দমকল দপ্তরের আধিকারিকরাও। তারা সকলে মিলে বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে মক ড্রিল করেন। যুদ্ধ বাঁধলে, বিমান হানার সাইরেন বাজলে ওই মুহূর্তে সাধারণ মানুষের কী কী করণীয় রয়েছে। কীভাবে শত্রুপক্ষের হামলা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব, কীভাবে নিরাপদ স্থানে থাকতে হবে তা সর্বসমক্ষে তুলে ধরেন।
বিপ্লব ঝা নামে এক প্রাক্তন সেনা জওয়ান বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতির পাঠ দেন।

Leave a Reply