ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা:- ভগবানগোলা থানার অন্তর্গত মহিশাস্থলে গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুর ডাঙ্গাপাড়ায় সজল ধরা প্রকল্পের জল পরিষেবা ভেঙে পড়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে ১১টা নাগাদ তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং সংবাদমাধ্যমের সামনে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।
প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সজল ধরা প্রকল্প চালু হওয়ার কিছু মাসের মধ্যেই অকেজো হয়ে পড়ে। জল ট্যাঙ্কির মেশিন খারাপ হয়ে যাওয়ায় গত ছয় মাস ধরে সঠিকভাবে জল সরবরাহ বন্ধ রয়েছে। তার উপর, যেটুকু জল ট্যাংকে জমা হচ্ছে, তাও হলুদ রঙের ও লৌহসমৃদ্ধ। এলাকাটি আর্সেনিক-প্রবণ হওয়ায় এই জল ব্যবহার করে বহু বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে এলাকাবাসী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়দের অভিযোগ, কন্ট্রাক্টর জানান মেশিন ঠিক করা সম্ভব, তবে তার জন্য যে খরচ হবে তা গ্রাম পঞ্চায়েত দেবে না। ফলে কাজ আটকে রয়েছে।
এই নিয়ে প্রশ্ন করা হলে, রামকান্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ বলেন, “আমি বিষয়টি আগে জানতাম না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করে এলাকার মানুষকে পানীয় জলের পরিষেবা ফিরিয়ে দেওয়া হবে।”
গ্রামবাসীদের দাবি, যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply