মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ফরাক্কা থানার বিন্দুগ্রাম সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ এক নাবালিকা। জানা গিয়েছে, ৫ই মে দুপুর দু’টো নাগাদ চারজন নাবালিকা রামনগরের মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নামে।
স্নানের সময় গঙ্গার জলে খেলাধুলা করছিল তারা। স্থানীয় সূত্রে দাবি, ঘাট সংলগ্ন গঙ্গায় একটি গভীর কূপ রয়েছে, যার দিকেই তারা সাঁতরে চলে যায়। হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে চারজনই বিপদে পড়ে। স্থানীয়দের সহায়তায় তিনজন কোনওরকমে তীরে ফিরে এলেও এক নাবালিকা, শ্রেয়সী কুন্ডু (বাড়ি মালদা), নিখোঁজ হয়ে যায়।
তার চিৎকার শুনেও কেউ কাছে পৌঁছতে পারেনি বলে জানা গেছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ডুবুরি দল। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন সন্ধান অভিযান বন্ধ রাখতে হয়।
৬ই মে সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ ও স্থানীয় বাসিন্দারা। বাবলু ঘোষ জানান, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মামার বাড়ি বেড়াতে এসে এমন কষ্টদায়ক পরিস্থিতির শিকার হওয়া দুঃখজনক।
Leave a Reply