ইটাহার-উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা; ৬ মে:- কয়েকটি গ্রামে যাওয়ার বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের উজানতোর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, উজানতোর এলাকায় গ্রামীণ সড়কের উপর কালভার্ট ব্রিজ কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোন সাময়িক রাস্তা তৈরি করেনি। শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে যাওয়া টোটো সহ জানবাহন চলাচল বন্ধ হয়েছে, নিত্যদিন শ্রীপুর থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে ৬/৭ কিলোমিটার সাধারণ মানুষ পায়ে হেটে উজানতোর এলাকায় কাদা জলে পার হয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনা স্থলে যায় ইটাহার থানার পুলিশ, পরিস্থিতি স্বাভাবিক হলেও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন বলেন শ্রীপুর থেকে প্রতিরাজ ৯ কিলোমিটার রাস্তা সহ উজানতোর এলাকায় কালভার্ট ব্রিজ রাজ্য সরকারের তরফে করা হচ্ছে, কিন্তু ঠিকাদার সংস্থা কালভার্ট ব্রিজ তৈরী করতে পাশে ড্রাইভারশন সঠিক ভাবে করেনি, ঠিকাদার সংস্থাকে ভৎসনা করা হয়েছে তবে খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে।।
সড়কের উপর কালভার্ট ব্রিজ কাজ শুরু করেছে প্রশাসন, কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোন সাময়িক রাস্তা তৈরি করেনি, সমস্যায় সাধারণ মানুষ।

Leave a Reply