দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এই বাংলার মাটি রবীন্দ্রনাথ-নজরুলের, যার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সম্প্রীতির বাতাবরণ। কিন্তু সম্প্রতি কিছু অপশক্তি সেই মাটিকে বিভেদের বিষে কলুষিত করতে উঠেপড়ে লেগেছে। এই প্রেক্ষিতে রবীন্দ্রজয়ন্তীকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী।
ওয়ার্ডের একাধিক দেওয়ালে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও তাঁর মানবতাবাদী বাণী। উদ্দেশ্য একটাই—অশান্তির আবহে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।
সংস্কৃতির শহর বালুরঘাটে এমন পদক্ষেপ মন ছুঁয়েছে বহু বাসিন্দার। কাউন্সিলরের কথায়, “রবীন্দ্রনাথের ভাবনা আজও পথ দেখায়। তাঁর আলোয় ঐক্যের মশাল জ্বালাতে চেয়েছি।”
সংস্কৃতির ছত্রছায়ায় রবীন্দ্রনাথের বাণীই হয়ে উঠছে শান্তির হাতিয়ার।
Leave a Reply