স্বচ্ছ ভারত মিশনের আদর্শকে সামনে রেখে মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত এক নতুন যুগে পা রাখল।

মহিষাস্থলী, নিজস্ব সংবাদদাতা :- স্বচ্ছ ভারত মিশনের আদর্শকে সামনে রেখে মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত এক নতুন যুগে পা রাখল। গ্রামবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে বৃহস্পতিবার সাড়ে বারোটায় পঞ্চায়েত প্রধান জনাব সাবির আহমেদের নেতৃত্বে শুরু হল ২৯টি স্থানে ডাস্টবিন কেন্দ্র স্থাপনের কাজ।

কালুখালী বাইপাস এলাকায় আয়োজিত কর্মসূচিতে জনাব আহমেদ নিজ হাতে প্রথম ডাস্টবিন কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা শুধু একটি পরিষ্কার গ্রাম চাই না, চাই এক সচেতন ও স্বাস্থ্যবান সমাজ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামের প্রতিটি মানুষকে এই পরিবর্তনের অংশীদার করা।”

গত কয়েকদিন ধরে এলাকায় মাইকিং করে আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য গ্রামবাসীদের অনুরোধ জানানো হয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, যদি কেউ এই নির্দেশিকা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েত সদস্যরাও আশাবাদী—গ্রামবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং সক্রিয়ভাবে সহযোগিতা করবেন। স্থানীয় বাসিন্দা রহিমুদ্দিন শেখ বলেন, “এই উদ্যোগ খুবই ভালো। আগে ময়লা রাস্তায় পড়ে থাকত, এখন নির্দিষ্ট জায়গা থাকলে সবাই সঠিক ভাবে ফেলতে শিখবে।”

মহিষাস্থলীর এই পদক্ষেপ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা দিচ্ছে—যেখানে প্রশাসনের পাশাপাশি নাগরিকরাও দায়িত্ববান ভূমিকা পালন করছে। গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *