এক লোন সংস্থার স্টাফের বিরুদ্ধে মহিলা হেনস্তার অভিযোগ!

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- ফের বিতর্কে বেসরকারি লোন সংস্থা IIFL। ফরাক্কার নোনসুখ পঞ্চায়েতের ১২৩ নম্বর বুথের দুর্গাপুর গ্রামের বাসিন্দা রিনা বিবি অভিযোগ করেছেন, সংস্থার এক স্টাফ তাঁর বাড়িতে ঢুকে গায়ে হাত তোলেন এবং ঘরের আসবাবপত্র নিয়ে যান।

রিনা বিবির বক্তব্য, তিনি ৩৫ হাজার টাকার ঋণ নিয়েছিলেন এবং কিস্তির টাকা নিয়মিত শোধ করছিলেন। কিন্তু একটি কিস্তি সাময়িকভাবে মিস হওয়ায়, সংস্থার লিটন নামের এক কর্মী তাঁর বাড়িতে এসে হুমকি, গালিগালাজ ও শারীরিক হেনস্তা করেন বলে অভিযোগ।

তিনি বলেন, “আমি বলিনি টাকা দেব না, শুধু সময় চেয়েছিলাম। সেই জন্য একজন মহিলা হয়ে এইভাবে গায়ে হাত তুলবে? আমার স্বামী বাইরে থাকেন, তাই কি সুযোগ নেওয়া হয়েছে?”

ঘটনার প্রতিবাদে রিনা বিবি ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেছেন। পঞ্চায়েত সদস্য মাফিকুল ইসলাম বলেন, “বাড়িতে একা মহিলা থাকেন বলে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।”

এই ঘটনার জেরে সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের দাবি, অভিযুক্ত স্টাফের বিরুদ্ধে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *