নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দেওগাঁও অঞ্চলের দুটি ইউনিট কমিটি বাদে ফালাকাটা গ্রামীণ ব্লকের তৃণমূল প্রভাবিত আই, এন, টি, টি, ইউ, সির সমস্ত অঞ্চল ইউনিট কমিটি গুলি ভেঙ্গে দেওয়া হল শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ফালাকাটা গ্রামীন ব্লক আই, এন,টি টি, ইউ সভাপতি আনন্দ খাড়িয়া। এদিন নিজের বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, দেওগাঁও অঞ্চলের হরিনাথপুর কোল্ডস্টোর এবং প্লাই মিল ওয়ার্কার্স ইউনিয়ন এই দুটি কমিটি বাদে ফালাকাটা গ্রামীণ এলাকার সমস্ত ইউনিট কমিটি গুলি ভেঙ্গে দেওয়া হল। দেওগাঁও অঞ্চলের দুটি ইউনিট কমিটি নতুন গঠিত হওয়ায় ওই দুটি কমিটি বহাল রাখা হয়েছে। বাকি গুলিতে শীঘ্রই নুতন কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
দেওগাঁও অঞ্চলের হরিনাথপুর কোল্ডস্টোর এবং প্লাই মিল ওয়ার্কার্স ইউনিয়ন এই দুটি কমিটি বাদে ফালাকাটা গ্রামীণ এলাকার সমস্ত ইউনিট কমিটি গুলি ভেঙ্গে দেওয়া হল।

Leave a Reply