শুক্রবার সকালে সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

সামসেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- সামসেরগঞ্জে ফের বড়সড়ো ভাঙ্গন বিরোধী শিবিরে, এবার বোগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতির তৃণমূলে যোগদান। শুক্রবার সকালে সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ প্রায় ১১০ জন কংগ্রেস কর্মী। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বোগদাদনগর অঞ্চলের কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমানের স্ত্রী গত পঞ্চায়েত ভোটে ১৩৭ নম্বর বুথে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। কংগ্রেসের বোগদাদনগর অঞ্চলের যুব সভাপতি ওবায়দুর রহমান তৃণমূলে যোগদান করে বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আপ্লুত হয়ে উন্নয়নে শামিল হতেই যোগদান করলাম। এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোগদাদনগর অঞ্চল সভাপতি সাদেমান আলি , প্রধান প্রতিনিধি নওসাদ আলি, অঞ্চল যুব সভাপতি ইবনে সাউদ, ব্লকের অন্যতম তৃণমূল কর্মী রাহুল সহ আবুল কালাম ও নাসিরুদ্দিন। উল্লেখ করা যেতে পারে বছর ঘুরলেই ২৬এর বিধানসভা ভোট, তার আগেই একের পর এক বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত, ২৬ এর অনেক আগেই, একের পর এক বিরোধী শিবিরের উইকেট তুলে নিলো তৃণমূল। এখনো অনেক উইকেট পড়বে এমনটাই জানালেন সামশেরগঞ্জ ব্লকের তৃণমূলের অন্যতম নেতা রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *