আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:– দিনে দুপুরে ফালাকাটা ব্লকের উমাচরণপুর ৯ মাইলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার সকাল সাতটার সময় বাড়ির মালিক রিপন সরকার চিকিৎসা জনিত কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যায়। রিপন সরকারের স্ত্রী সুমিত্রা সরকার বাড়িতে তালা লাগিয়ে সকাল দশটার সময় বাড়ি থেকে তিন কিলোমিটার দূরত্বে বাপের বাড়িতে ঘুরতে যায়। সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে রিপন সরকারের স্ত্রী দেখতে পান বাড়ির থাকার ঘরের জানালা ভাঙ্গা। ঘরের তালা খুলে ঢুকতেই খুব চড়কগাছ। দেখেন ঘরের শোকেস এবং টাং ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কান্নায় ভেঙে পড়েন সুমিত্রা দেবী, সুমিত্রা দেবীর কান্নার আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশী থেকে শুরু করে নয় মাইল বাজারের শতশত মানুষ ভিড় করেন তার বাড়িতে। বাড়ির মালিক রিপন সরকার জানান তিনি এলআইসির একজন এজেন্ট গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত পঞ্চাশ হাজার টাকা সহ নিজের ঘর বানানোর জন্য রাখা ৯১ হাজার টাকা চুরি গিয়েছে। তিনি আরো জানান তাঁর স্ত্রী স্বর্ণ জয়ন্তী গ্রুপের কোষাধ্যক্ষ ১০ তারিখে ব্যাংকে জমা করার জন্য পনেরো হাজার টাকা রাখা ছিল সেটাও চুরি গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় নয় মাইল বাজার সহ প্রতিবেশী এলাকায়। এই ঘটনায় বাড়ির মালিক রিপন সরকার রবিবার ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৃহকর্তী সুমিত্রা সরকার জানান যেহেতু আমি সকাল দশটায় বাড়ি থেকে বাপের বাড়ি যাই এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসি। এসে দেখি চুরির ঘটনা ঘটে গিয়েছে। তিনি জানিয়েছেন চুরির ঘটনার দিনের বেলাতেই ঘটেছে। ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন চুরির ঘটনার এফ আই আর দায়ের হয়েছে। এফআইআর এর ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শোকেস এবং ট্রাঙ্ক ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা, চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply