আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে হঠাৎ কাল বৈশাখীর ফলে কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের গেট লাগোয়া একটি জারুল গাছ ভেঙে পড়ে ব্যাস্ত রাস্তায় এক চলন্ত গাড়ির উপর, যার ফলে মৃত্যু হয় এক ৩৬ বছর বয়সী মহিলার। তাঁর নাম বনী দেব বোস। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা এবং পেশায় একজন স্কুল শিক্ষিকা। শনিবার বিকেলে পরিবার কে নিয়ে বোনের বাড়ি বেড়াতে আসেন তিনি। বোনের বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বিকেল অনুমানিক পাঁচটা নাগাদ, যখন হঠাৎ কালবৈশাখীর কারণে প্রবল ঝড়বৃষ্টি চলছিল। আচমকাই গাছের অর্ধেক অংশ পড়ে পরে চলন্ত ওমনি ভ্যানের ওপর । বিশাল আকার গাছের মোটা অংশটি ভেঙে মৃতার বুকের উপর চাপা পড়ে। নিজের সন্তান কে বাঁচাবার জন্য তৎক্ষণাত নিজের প্রাণের চিন্তা না করে বাচ্চাটিকে গাড়ির নিচের দিকে বসিয়ে দেন তিনি যার ফলে বাচ্ছাটি বেঁচে যায়, কিন্তু প্রাণ যায় শিক্ষিকা বনি দেব বসের। মৃতার পিসি মাথায় গুরুতর চোট পান এবং বর্তমানে পিকে সাহা হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আর দুজন, মৃতার স্বামী এবং গাড়ির ড্রাইভার প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন। স্থানিয় সুত্রে জানা জায় সাধারণ জনতার সহায়তায় চারজনকে গাড়ি থেকে বের করা গেলেও মৃতা ব্যক্তিকে উদ্ধার করতে পুলিশের সহায়তায় ৪৫ মিনিট সময় লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত কামাখ্যাগুড়ি বাসি সহ সমগ্র আলিপুরদুয়ার ।।
হঠাৎ কালবৈশাখী, আচমকাই গাছের অর্ধেক অংশ পড়ে চলন্ত ওমনি ভ্যানের ওপর? মৃত এক।

Leave a Reply