নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপিতে যোগদানের হিড়িক পরে গিয়েছে ফালাকাটায়। রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫১ নম্বর পার্টে ৭ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন সংশ্লিষ্ট ওই এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয়। আর সেই কর্মসূচিতেই ৭টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরে কোন উন্নয়ন করতে পারেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তাঁরা। এদিকে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ সহ অন্যান্য নেতৃত্ব।
যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন।

Leave a Reply