নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- এক বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের বড়াডাঙ্গি গ্রামে। পুলিস ও স্থানীয়
সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবুলাল মুর্মু (৮০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তি ভালুকার দিক থেকে হেঁটে তুলসীহাটার দিকে যাচ্ছিলেন। বড়াডাঙ্গি গ্রামে এক চায়ের দোকানে বসেন। হটাৎ করে মাথা ঘুরে পড়ে মারা যান বলে জানান চায়ের দোকানদার। প্রথমদিকে তার নাম ও ঠিকানা কেউই জানতে না পরলেও পরে জানতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। দেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
হরিশ্চন্দ্রপুরের বড়াডাঙ্গি গ্রামে এক বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার কে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply