দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি আবার অকেজ হয়ে পড়েছে মঙ্গলবার রাত থেকে চুল্লিতে দাহ বন্ধ করেছে কর্মীরা মেশিনের প্রবলেম থাকার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর। দক্ষিণ দিনাজপুরে একমাত্র খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি রয়েছে যে কারণে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটির মৃতদেহ এই শ্মশানে দাহ করা হয়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ অবশ্য পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে চুল্লির কোন ক্ষতি হয়নি, চুল্লি থেকে নির্গত আঠালো বর্জ্য থেকেই এই সমস্যা তৈরি হয়েছে প্রতি তিন মাস অন্তর তা পরিষ্কার করার কথা এবং সেই সময় পার হয়ে যাওয়ায় মেশিন থেকে একটা বিজাতীয় আওয়াজ শুনতে পেয়েছেন টেকনিশিয়ানরা যে কারণে বন্ধ করা হয়েছে, চুল্লি আগামী শুক্রবার পর্যন্ত চুলির যারা বিশেষজ্ঞ রয়েছেন কলকাতা থেকে তারা এসে সার্ভিসিং করে দিলে আবার পরিষেবা চালু হবে।
খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি আবার অকেজ হয়ে পড়েছে মঙ্গলবার রাত থেকে চুল্লিতে দাহ বন্ধ করেছে কর্মীরা মেশিনের প্রবলেম থাকার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর।

Leave a Reply