আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক বৈঠক। আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা। শ্রীচৈতন্য দেবের চরণচুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা। ৫১১ বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। জেলা, ভিন জেলা, ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম।জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তা নিয়ে মূলত আজকেই বৈঠক । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা শাসক নীতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ প্রশাসনিক আধিকারিক রা এবং মন্দির কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *