নিজস্ব সংবাদদাতা, মালদা—-দীর্ঘদিনের জল্পনার অবসান অবশেষে কংক্রিট ঢালাই রাস্তা পেতে চলেছে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকার ইকরাপুকুর এলাকার বাসিন্দারা। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটি জটিলতা তৈরি হয়েছিল প্রশ্ন উঠছিল কবে হবে এই রাস্তা সেই আশায় ছিলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অবশেষে সেই রাস্তার কাজের আজ আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ রাস্তার সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।।প্রায় ১৩ কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সদস্য নাইকি হাঁসদা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গ্রাম উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত অর্থ প্রায় ১১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে আট মাইল হইতে খনিবাথান পর্যন্ত এই রাস্তার শুভ শিলান্যাস করা হয় । এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন এরা ওরা কারা রাস্তা করছে তারা দেখে লাভ নাই মানুষের উন্নয়ন হোক এটাই চাই আমাদের সরকার এবং মানুষজনকে পাশে থাকার আবেদন জানান । যদিও এই রাস্তার সূচনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা।। এদিন মন্ত্রী এবং বিজেপি বিধায়ক কি বলেছেন তা শোনাবো আপনাদের।।
দীর্ঘদিনের জল্পনার অবসান অবশেষে কংক্রিট ঢালাই রাস্তা পেতে চলেছে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকার ইকরাপুকুর এলাকার বাসিন্দারা।

Leave a Reply