শনিবার ধূপগুড়ি মহকুমার গাদং ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ৪০ টি সৌর পথবাতির উদ্ধোধন হয়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মহকুমা এলাকায় সৌর পথবাতির উদ্বোধন করলেন সাংসদ।শনিবার ধূপগুড়ি মহকুমার গাদং ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ৪০ টি সৌর পথবাতির উদ্ধোধন হয়।এদিন পশ্চিম শালবাড়ি এলাকার পথবাতি উদ্ধোধনের উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। জানা গিয়েছে,এদিন পথবাতি উদ্ধোধনের পাশাপাশি পশ্চিম শালবাড়ি ১৫/২৫৪ নং পার্টের গিলান্ডী নদী সংলগ্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন করেন। পরবর্তীতে পূর্ব শালবাড়ি এবং পশ্চিম শালবাড়ির ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে কথা বলেন।পূর্ব শালবাড়ি ও পশ্চিম শালবাড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য সহিদার রহমান জানান, জাতীয় সড়কের জমির সঠিক মুল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।ফোরলেনের বিষয়ে পূর্ব শালবাড়ি ও পশ্চিম শালবাড়ি এলাকায় জনসাধারণ যাতে ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে সাংসদের সাথে আলোচনা হয়েছে।সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় জানান, জনসাধারণ যাতে সঠিক মূল্য পায় বিষয়টি তিনি অবশ্যই ক্ষতিয়ে দেখবেন।গাদং ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার জানান,সাংসদ সৌর পথবাতির উদ্ধোধন করলেন৷গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ পথবাতির পরিসেবা পাবেন৷ পাশাপাশি গিলান্ডি সংলগ্ন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন তিনি এবং ভূমি রক্ষা কমিটির সদস্যদের সাথে ফোরলেনের বিষয়ে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *