কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-উদ্বোধন হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার টু দীঘা রুটের ভলভো বাসের । শুক্রবার ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার NBSTC র ডিপো থেকে এর যাত্রা শুরু হয়। সবুজ পতাকা নাড়িয়ে এর উদ্বোধন করেন NBSTC র চেয়ারম্যান পার্থপতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ , এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা। এ বিষয়ে পার্থপতিম রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ছয় টি ভলভো বাস উত্তরের ছয়টি শহর থেকে দীঘা রুটে চলাচল করবে। আগামী ২৮ তারিখ জলপাইগুড়ি এবং রায়গঞ্জে এই বাস যাত্রার উদ্বোধন করেছিলাম । আজ কোচবিহার থেকে এই বাস যাত্রার উদ্বোধন করা হলো। প্রথম যাত্রাতেই এই বাসের আসন সব বুকিং হয়ে গেছে । সকল যাত্রীরা আর কিছুক্ষনের আজ দিঘার পথে রওনা হচ্ছে।
কোচবিহার টু দীঘা রুটের ভলভো বাসের উদ্বোধন হলো।












Leave a Reply