পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু’নম্বর ব্লক এর আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৪১ জন জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানালেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ।বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় কথোপকথন ভাইরাল অডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, এই ঘটনায় নাম জড়িয়েছে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের, ইতিমধ্যেই ওই আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু’নম্বর ব্লক এর আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৪১ জন জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানাতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এটা আমি কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছি, অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির ভাই, তার কিছু হবে না ওই বেচারি পুলিশ কর্মীর বিপদ আসবে, তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, বিভাগীয় বিচার বসবে, তাকে সাসপেন্ড করবে কারণ ওই পুলিশ কর্মী হিন্দু, অন্যদিকে কংগ্রেস নেতা সংকর মালাকার তৃণমূল যোগ দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকার, তিনি বলেন উনি কে, তৃণমূলের এখন খারাপ অবস্থা লোক নেই, আইপ্যাকের লোক নেতাদের বাড়িতে বাড়িতে ছুটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *