নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- চকভৃগু রোড সম্প্রসারণের কাজ এক বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি। অথচ গত বছর বালুরঘাট পুরসভা ও জেলা প্রশাসনের কড়া মনোভাবে রাস্তাটির দুই পাশের সমস্ত দোকানপসার সরিয়ে দেওয়া হয়।
এই রাস্তাটি তপন ব্লকের সঙ্গে বালুরঘাট শহরের গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ। রেলস্টেশন সহ বিভিন্ন যানবাহনের চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও রাস্তাটির প্রস্থ মাত্র ২০ ফিট। এই কারণে যানজট এবং জনদুর্ভোগ ছিল দীর্ঘদিনের সমস্যা। গত বছর রাস্তার প্রস্থ ২০ ফিট থেকে ৫৩ ফিট করার পরিকল্পনা নেয় প্রশাসন। সার্ভে শেষে গোবিন্দপুর রেলস্টেশন পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা সম্প্রসারণের উদ্যোগও নেয়া হয়।
কিন্তু এক বছর কেটে গেলেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে অস্থায়ীভাবে কোনও পরিকাঠামো ছাড়াই চলছে দোকানপসার। ব্যবসায়ীরা জানান, প্রশাসনের আশ্বাসে দোকান সরালেও, কাজ না হওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে প্রতিদিন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন।
Leave a Reply