নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —ভারত মুক্তি মোর্চা (BMM) রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা (OBC) এবং বহুজন ক্রান্তি মোর্চার (BMP)পক্ষ থেকে মঙ্গলবার ডাকা হয়েছিল ১২ ঘণ্টা ভারত বন্ধ।বনর্ধ সমর্থনে মালদার হবিবপুরে থানার রাইস মিল এলাকায় পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে । এই বন্ধের বিশেষ করে প্রভাব পড়েছে মালদার আদিবাসী অধ্যুষিত তিনটি ব্লক হবিবপুর, বামনগোলা এবং গাজোল।এই বন্ধের মধ্যে তাদের দাবিগুলি তুলে ধরেন আদিবাসীদের জল, জমি, জঙ্গলের উচ্ছেদের করার প্রতিবাদে এবং অন্যান্য দাবি সমূহ নিয়ে ভারত বন্ধ। ১২ ঘণ্টার জন্য ভারত বন্ধের প্রভাব এভাবে জেলা জুড়ে না দেখা গেলেও মালদার আদিবাসী অধ্যুষিত গাজোল ও হবিবপুর, বামনগোলা এলাকায় বেশ প্রভাব দেখা গিয়েছে। এত সকাল থেকেই বিভিন্ন যান চলাচল সকাল থেকে অনেকটাই কম দেখা গিয়েছে। হবিবপুর ব্লকের রাইস মিল এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ সমর্থনকারীদের।রাস্তার উপরে দাঁড়িয়ে তাদের দাবি গুলো তুলে ধরেন এবং পথ অবরোধ করে থাকে।
বনর্ধ সমর্থনে মালদার হবিবপুরে থানার রাইস মিল এলাকায় পথ অবরোধ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ।

Leave a Reply