দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “সেফ ড্রাইভ সেভ লাইফ” – প্রকল্পকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি আজ ১লা জুলাই মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের থানা মোড়ে দক্ষিণ দিনাজপুর ট্রাফিক ও জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো। আগামী ৮ই জুলাই মঙ্গলবার পর্যন্ত এই পথ নিরাপত্তা সপ্তাহ চলবে। আজকের পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর ডি এস পি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট সদর ট্রাফিক আই সি অরুণ কুমার তামাং, বালুরঘাট থানার আই সি সুমন্ত বিশ্বাস সহ দক্ষিণ দিনাজপুর ট্রাফিক ও জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকের পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা উপলক্ষে একটি র্যালি বের হয়। বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের এন এস এস ইউনিটের ছাত্র-ছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করে। বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক সংগীতে সমবেত নৃত্য পরিবেশনের পাশাপাশি “সেফ ড্রাইভ সেভ লাইফ” – প্রকল্পের উপরে একটি পথনাটক পরিবেশন করেন। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী পথ নিরাপত্তার বিষয়ে পথ চলতি জনগণকে সচেতনতামূলক প্রচার অভিযানের পাশাপাশি বিভিন্ন স্কুলগুলোতে পথ নিরাপত্তার বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে, এছাড়াও পথ নিরাপত্তার বিষয়কে সামনে রেখে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
বাইট :- দক্ষিণ দিনাজপুর ডি এস পি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা
বাইট :- বালুরঘাট সদর ট্রাফিক আই সি অরুণ কুমার তামাং
Leave a Reply