নবগ্রাম, নিজস্ব সংবাদদাতা, ১লা জুলাই ২০২৪: নবগ্রাম থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় সাধারণ মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমে কার্তিক মহারাজ নামে এক ব্যক্তির শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ মহিলারা।
গতকাল, নবগ্রাম থানা এবং বেলডাঙা থানার আধিকারিকরা কার্তিক মহারাজকে নোটিশ দিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। জানা গেছে, তার ব্যক্তিগত সহকারীও (পি.এ.) নোটিশ গ্রহণ করেননি। এর পরিপ্রেক্ষিতেই আজ সকালে নবগ্রামের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়ে রাস্তায় নেমে আসেন। তাদের হাতে ছিল ঝাঁটা, যা দিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানান এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারী এক মহিলা জানান, কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে নবগ্রাম থানায়। তারা অবিলম্বে তার গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। এই ঘটনাকে ঘিরে নবগ্রাম এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
সাধারণ মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমে কার্তিক মহারাজ নামে এক ব্যক্তির শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Leave a Reply