কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। বজবজে যেভাবে হামলার মুখোমুখি হয়েছিলেন তিনি এছাড়াও তাকে শেষ কয়েকবার যেভাবে কথায় কথায় আটক করা হয়েছে; সেখান থেকে শিক্ষা নিয়েই এবার হাইকোর্টে মামলা করলেন সুকান্ত মজুমদার।
এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, “গত মাসে আমাকে বিভিন্ন স্থান থেকে তিনবার আটক করা হয়েছে। ১২ জুন, আমাকে কালীঘাটে আটক করা হয়েছিল, ২০ জুন, যখন আমি একজন ব্যক্তির বাড়িতে যাচ্ছিলাম এবং ২৮ জুন, গণতান্ত্রিক আন্দোলন করার জন্য। এটি একজন ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। আমি আমার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি”।
Leave a Reply