কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-সপ্তাহজুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে বুধবার কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে টেম্পেল স্ট্রিটে সারদা শিশু তীর্থের অনাদি ভবনে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওসি সদর ট্রাফিক সুরেশ দাসের তত্ত্বাবধানে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
কচিকাচাদের মধ্যে পথ নিরাপত্তা সপ্তাহের গুরুত্ব সামগ্রিকভাবে জানানো লক্ষে এদিন অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের মধ্যে সচেতনতা বারাবার প্রয়াস নেওয়া হয়।
এদিন প্রায় ৩০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পথনিরাপত্তা উপরে নানান বিষয় তাদের অঙ্কন এর মধ্য দিয়ে তারা ফুটিয়ে তোলে। এক কথায় পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এই উদ্দ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Leave a Reply