মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — রাজ্যে নারী নিরাপত্তা, সহ জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা। কংগ্রেসের ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে ছাত্র পরিষদের জেলা প্রেসিডেন্ট আসিফ সেখের নেতৃত্বে মালদা শহরে জোরদার মিছিল করলো ছাত্র পরিষদ। জেলাশাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ সেখানেই বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মী সমর্থকরা। যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।
এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইসা খান চৌধুরী সহ, কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের কাছে। এর পূর্বে শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেসের ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে ছাত্র পরিষদের জেলা প্রেসিডেন্ট আসিফ সেখের নেতৃত্বে মালদা শহরে জোরদার মিছিল করলো ছাত্র পরিষদ।

Leave a Reply