মালবাজার, নিজস্ব সংবাদদাতা ১ জুলাই ২০২৫: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস দূরে, কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে দলবদলের প্রবণতা জোরকদমে চলছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মালবাজার ব্লকের বেতগুড়ি চা বাগান নামজি লাইনে এক যোগদান সভার আয়োজন করা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন BTWU-র মালবাজার ব্লক সভাপতি অনিল উরাঁও। তাঁর নেতৃত্বে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে যুক্ত মোট ৩০টি পরিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করে। অনিল উরাঁও-এর হাত থেকে পতাকা গ্রহণ করে তাঁরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। পতাকা গ্রহণকারীদের মধ্যে সঞ্জীব উরাঁও অন্যতম ছিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মণ্ডল সহ-সভাপতি সুমন মিঞ্জ, বুথ সভাপতি রানথু উরাঁও, বিজয় তির্কি, অমর লাকড়া সহ একাধিক স্থানীয় বিজেপি নেতা ও কর্মী।
এই যোগদান সভা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply