দঃদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দঃ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের নানাহারপাড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল কুশমন্ডি অনন্ত পুর প্রাথমিক প্রধান শিক্ষক প্রোকন কুমার সাহা । গুরুতরো আহত 4জন। উল্লেখ্য পশ্চিম বঙ্গ শিক্ষক সংগঠনের ২১ জুলাই প্রস্তুতি সভা গঙ্গারামপুর থেকে বাড়ি ফিরছিলেন , অন্তত পুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রোকন কুমার সাহা । বংশিহারি মহিপাল রোডে নানাপাড়া এলাকায় বাঁশ বোঝাই ভোটাভুটি মারুতি সঙ্গে মুখোমুখি সংঘর্ষের মৃত এক আহত চার। ঘটনা স্থলে পৌচ্ছায় কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন ও এলাকাবাসি আহতদের উদ্ধার করে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পোকন কুমার সাহা। আহতরা 4 জন চিকিৎসাধীন রয়েছেন কুশমন্ডি গ্ৰামীন। কুশমন্ডি থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল কুশমন্ডি অনন্ত পুর প্রাথমিক প্রধান শিক্ষক প্রোকন কুমার সাহা, গুরুতর আহত ৪ জন।।












Leave a Reply