অনুষ্ঠিত হল প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন প্রাপক শান্ত ঘোষের লেখা ‘নরকের দ্বার’ উপন্যাসের মোড়ক উন্মোচন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কমিউনিটি লাইব্রেরীতে এক অনন্য সাহিত্যিক পরিবেশে অনুষ্ঠিত হল প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন প্রাপক শান্ত ঘোষের লেখা ‘নরকের দ্বার’ উপন্যাসের মোড়ক উন্মোচন। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার মাননীয়া বিধায়িকা রেখা রায়, কুশমন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. নয়না দে, এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা রূপসেনা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম, খ্যাতনামা সাহিত্যিক সোহেল ইসলাম, খুশি সরকার, গোবিন্দ সরকার এবং কুশমন্ডি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাহিম রেজা।

এই উপলক্ষে খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কমিউনিটি লাইব্রেরীতে দেশের খ্যাতনামা কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বারিদবরন ঘোষ ও সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁদের অটোগ্রাফসহ ব‌ই ও শুভেচ্ছা বার্তা পাঠিয়ে নতুন প্রজন্মকে বইমুখী করার এই উদ্যোগকে অভিনন্দন জানান। বিশেষ করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাঁর বার্তায় বলেন—“কুশমন্ডির মতো প্রত্যন্ত অঞ্চলে মোবাইল থেকে মুখ সরিয়ে শিশুরা বইয়ের জগতে ফিরে আসছে—এ এক সত্যিই প্রশংসনীয় কাজ।”

এছাড়াও বিশিষ্ট কবি ও শিক্ষক গোবিন্দ সরকার কমিউনিটি লাইব্রেরীতে ১০টি মূল্যবান বই দান করেন, যা নিঃসন্দেহে পাঠকদের পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।

সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার এক অপূর্ব সংমিশ্রণে ভরে উঠেছিল আজকের দিনটি। কমিউনিটি লাইব্রেরীর এই উদ্যোগ নিঃসন্দেহে কুশমন্ডি তথা আশেপাশের গ্রামীণ সমাজের শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং তাঁদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *