কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-পরিবেশের পরিছন্নতা সকলের দায়বদ্ধতা—এই বার্তাকে সামনে রেখে কোচবিহারের জেলা শাসক দপ্তরের সামনে একটি আবর্জনা ফেলার বক্স বসানো হলো। কোচবিহার জেলা পরিষদের ব্যবস্থাপনায় প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই মূলত আজকের এই কর্মসূচি।
“যত্রতত্র নোংরা আবর্জনা ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলুন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখুন”—এই বার্তাই লেখা দেখা যায় আবর্জনা ফেলার বক্সটিতে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।
শুধু জেলা শাসক দপ্তরই নয়, এই কর্মসূচিটি কোচবিহারের বিভিন্ন জনবহুল এলাকাতেও গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে এই কর্মসূচি শুরু হয়, যার সূচনা করেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।
Leave a Reply