নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —— রাজ্য অ্যাথলেটিক্স মিটে দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে নজরকেরেছে সকলের।অভাবের সংসারে হার মানাতে পারেনি দ্বাদশ শ্রেণীর অদিতি মন্ডলকে। অদিতির বাবা পেশায় দিনমজুর আর মা বিড়ি বেঁধে কোনভাবে সংসার চালাই।সেই পরিস্থিতিতে দেশের হয়ে খেলতে যাবার স্বপ্ন দুই চোখে । দৌড় প্রতিযোগিতায় রাজ্যের অ্যাটলেটিক্স মিট দৌড়ে সোনা জিতে সেটাই প্রমাণ করে দিল হবিবপুরের ঋষিপুর গ্রামপঞ্চায়েতের, কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল। টালির চালার ভাঙা ঘর থেকে তার জীবনের বড় ইচ্ছে এরপর জাতীয় স্তরে খেলতে যাওয়ার স্বপ্ন দেখছে ১৭ বছর বয়সি ওই কিশোরী।ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে। স্থানীয় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছিল। সেখানে অনূর্ধ্ব-২০ বিভাগে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অদিতি। এর আগে জেলা স্তরে
সবাইকে হারিয়ে রাজ্য স্তরে পৌঁছেছিল। এবার রাজ্য স্তরে পাঁচ কিলোমিটারের দৌড়ে সোনা জিতেছে । জয়ের পর বাড়ি ফিরেছে। এলাকার গর্বকে সংবর্ধনা স্কুলের তরফে। অদিতি বলে তার স্বপ্ন আমি ন্যাশনাল চাম্পিয়ন হতে চাই। দেশের হয়ে অলিম্পিক্সে অংশ নেওয়াটা আমার স্বপ্ন।’ কিন্তু এখন প্রশ্ন থেকে গিয়েছে অদিতি এই স্বপ্ন কতদিনে পুরণ হবে, তা নিয়ে চিন্তায় বাবা-মা। বাবা জঙ্গলু মণ্ডল দিনমজুর সংসার চালাতে হিমসিম এতো টাকা কোথায় পাবে তার মেয়ে স্বপ্ন পুরন করবে।
টালির চালার ভাঙা ঘর থেকে জীবনের বড় ইচ্ছে এরপর জাতীয় স্তরে খেলতে যাওয়ার স্বপ্ন দেখছে ১৭ বছর বয়সি কিশোরী।

Leave a Reply